শিকারী

অল্পে অল্পে সময় কাটায়, নাছোড়বান্দা মন,
পড়ে থাকে কোন কিনারায়, সম্মুখে পতন।
তাই জাল নিয়ে হাতে, বেরিয়েছি শিকারে,
কষেছি ফাঁদ, বহু যত্ন সহকারে-
আজকে ঠিক আটকাবে ব্যাটা, বসবে উঠে চমকে
সময়ের সাথে সাথে, পৃথিবীর ঘূর্ণিও অমনি যাবে থমকে!
যে যতই বলুক, মূর্খ, বৃথাই এই চেষ্টা-
তাও লড়ে যাব, পালাবে কোথায় কেষ্টা!
বলে কিনা, পারব না আমি, বাঁধতে তাকে
ঠিক গলে যাবে নাকি, অজান্তে, আঙ্গুলের ফাঁকে
কিন্তু আমিও জেদী; নৃশংস এবং অহং ভারী-
একবার ফেরত এস দেখি, একবার নাও ঝুঁকি,
ফাঁদও আমার গুছিয়ে আঁটা, এক বার যদি ধরি-
দেখব কি করে পাও তুমি ছাড়া, আমায় দিয়ে ফাঁকি!


About Guria

An Artist in Science: A Misfit 'cause I choose to be one. "Whenever you find that you are on the side of the majority, it is time to reform" And a Maverick, because, I'm... umm... brilliant?
This entry was posted in Creations, Happy, Love, Verses and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a comment