এ কি বৃষ্টি! গোটা সৃষ্টি
দেখ কাঁপে থর-থর;
ধরণী কাঁদে, বসে একাকী
গোটা গোটা চোখে ফোঁটা বড় বড়।
একটু সাবেকি, একটু আধুনিক
লুকোনো মানেটা তুই জানিস কি?
হাসির ছটায় চোখের জল,
মেঘের দেশে আমরা পরীর দল!
নিঝুম রাতের ভালোবাসা,
সূর্য্য উঠলে সে যে দিশাহারা;
আজ মেঘলা দিনের বায়না ধরে
তাই চল না যাই ঘরেতে ফিরে-
সুখ-দুঃখের গল্প বলে, একটু হেসে একটু কেঁদে,
ঘড়ির কাঁটা ঘুরিয়ে দি! তোর সঙ্গেতে প্রাণ ভুলিয়ে দি!
দারুণ হয়েছে!
LikeLike
অনেক ধন্যবাদ! It’s good to have someone read my Bengali poetry!
LikeLike
Mention not! Do check out kindly my compositions at http://www.bongstories.wordpress.com and give feedback!
LikeLiked by 1 person