কখনো খুঁজেছ কি আমাকে বাদলা দিনে
না পেয়ে কাছে, একলা মরেছ তিলে-তিলে?
এক ঘর ভর্তি মানুষ, আড্ডা হাসির ছটায়-
একবারও কি উথলে ওঠে মন, জোয়ার-ভাটা;
আমি কি পড়ি মনে, তোমার ব্যস্ত সময়ে
মনের ফাঁকে বাসা বেঁধে থাকি এক কোনায়?
বিকেলের চায়ের কাপে ভাবো কি আমার কথা,
আমাদের সুখ-দুঃখের গল্প, পুরোনো ব্যাথা?
হঠাৎ কি ব্যাকুল হয়ে ইচ্ছে করে আমাকে?
সব ছেড়ে, সব ভুলে, দৌড়ে চলে যেতে
চলে যেতে বহু দূরে, আমাকে সঙ্গে করে
দুঃসাহসিক এক অভিযানে, যেখানে আমরা একসাথে?
কখনো কি আসে মাথায় এই সব উদ্ভট চিন্তা?
যখন তুমি যেন পাগল, উন্মাদ ভালোবাসায়
জানলে লোকে হাসবে, যে এমন কারুর কাটে দিনটা-
শুধু, তোমাকে ভালোবেসে আমি কিন্তু রোজ তাই!
N.B. Love doesn’t always hurt. Sometimes it is the happiness that aches too.
(Gyaan by G. 😉 )