খেয়ালী

maxresdefault

একলা সন্ধ্যের বিষণ্ণতা, যেমন ভীড় মহলেও কাটে না
তোমায় পাওয়ার উগ্র নেশা, আগুনেতেও পোড়ে না।
তুমি যেমন আগন্তুক, অন্যকারুর কাছের লোক,
আমিও তেমন খেলনা-পুতুল; দম-দেওয়া বিদূষক।
তুমি যেমন সত্যি নও- জাদুবিদ্যায় চমৎকার
আমিও তেমন মায়ার মত, ক্ষণস্থায়ী ভ্রান্তি তার।
সূর্য উঠেও অন্ধকার, নিঃশ্বাস নিতে লাগছে ভার
বিচ্ছিন্ন পৃথিবী, যাবজ্জীবন কারাগার-
শেষে কল্পনাতেই বিসর্জন, সেই অবাস্তবে থমকে মন;
অশেষ রাতের ঘুমের ডাক- রুখতে পারব? আরেকবার?


P.S. Best emotions, favorite language, least command 😐 as usual. Still. ~G.

About Guria

An Artist in Science: A Misfit 'cause I choose to be one. "Whenever you find that you are on the side of the majority, it is time to reform" And a Maverick, because, I'm... umm... brilliant?
This entry was posted in Creations, Life, People and Relationships, Verses and tagged , , , , . Bookmark the permalink.

Leave a comment