হয়ত কেউ হয় না কারুর, হয়ত সকলই মায়াজাল,
কিছু বোধহয় শুরুর আগেই শেষ, জেনেশুনেই পাড়ি অন্য দেশ
সবই বোধহয় স্বপ্ন খালি, যেন অন্ধ চোখের দীপ্তমণি,
কেই বা আছে, কেই বা নেই, হয়ত সারা বিশ্বে একা সকলেই;
তাই নাই বা হলে কোনদিন তুমি আমার, দুঃখ কিসের?
ভাগদৌড়ের এক চোরা পলে, মাথা যখন রাখি তোমার বুকে-
শুনি আত্মহারা হৃদয় বলে, আমি তোমার, শুধুই তোমার-
তখন হোক না সবই মায়া, হোক না সবই মিছে;
সেই মুহূর্তে তুমি, শুধু তুমি, শেষ সত্যি আমার কাছে।
N.B. I don’t think I can always write poetry as well as I want to, especially in Bengali, but some emotions can only be expressed in this language. So, my tryst (once forgotten, but now slowly being resurrected) with Bengali poetry continues, for better or for worse. The joy, however, is always unparalleled… Love, G.