অব্যক্ত

কি করে মেটাবি রে মনের সুপ্ত আশ
যখন ভয়েই থাকিস, লুকিয়ে রাখিস
ভাবিস, “হব না কোনদিন তোর অভ্যাস!”
শুধুই চোখে রাখা, অন্তরের দীর্ঘ নিঃশ্বাস |
চোখের কথা পড়তে পারি ভালই
তবু সে যে বড় কঠোর কাজ-
ক্ষণে ক্ষণে ধরে রাখা, বুঝতে পারা,
উল্টেপাল্টে খুঁটিয়ে দেখা তোর মনের ভাঁজ!
তুই কি ভাবিস তুই একা?
শুধুই তুই, যে রঙ্গে মাতা?
মনও তোর, হৃদয়ও তোর-
আর তার সঙ্গে তার সকল ব্যথা?
চেয়ে চেয়ে আনমনে ভাবলি তাই, যে আমি নিস্পৃহ, আমি নির্দয় –
আর আমি? টেবিলের তলায় লুকোলাম কাঁপা হাত, হেসে ঢাকলাম ভয় ||


About Guria

An Artist in Science: A Misfit 'cause I choose to be one. "Whenever you find that you are on the side of the majority, it is time to reform" And a Maverick, because, I'm... umm... brilliant?
This entry was posted in Creations, Love, People and Relationships, Verses and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to অব্যক্ত

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s