এমন একটা গল্প আছে, তোমার জীবনেও
অল্প বয়সের খেলার মত, কিংবা মতিভ্রম|
আমি চললাম, এই কথাটা
তোমাকে গুছিয়ে বলতে চাই,
যদি পারি, চেনা আঘাতটা
বেদনা নয়, মুক্তি হয়ে যায়|
তাই খাতা-কলম হাতে বসেছি,
তোমায় চিঠি লিখব বলে-
এমন চিঠি, যার শেষ আমার স্বাক্ষরে নয়-
তার ইতি-লেখা হবে তোমার শক্ত-মুঠোয়|