তোমার সাথে একলা হাঁটা, ফেরার পথে, ক্লান্তি-ব্যাথা
উপুড় করে তোমার কাছে, ঢেলে মন-খারাপের গল্প বলা;
তুমি অল্প বলে থেমে যাও, তবু সাহস দেওয়া থামাও না,
অন্য রাস্তায় যাওয়ার আগে, জাপটে ধর, ছাড়ো না।
আমি কিন্তু অন্যমনা, জেদী, যে তোমার কথা শোনেনা-
রাগ করে তোমায় ঠেলে বলি, আমায় তুমি বোঝোনা।
তখন তোমার অভিমান, চোখের ঝলকে দেখতে পাই-
তবু মাথায় হাত রেখে আমার কপালে ঠোঁট ঠেকাও।
আজকে তুমি আমার সাথে ঝগড়া কিছুতেই করবে না,
বাঁচিয়ে রাখবে পরের জন্য, যেদিন এত ভঙ্গুর নই।
আজকে শুধু তুমি সাহস দেবে, মাথা তুলে লড়তে বলে,
আজ তুমি আমার দুর্বলতা ভেঙে-গুঁড়িয়ে শেষ করবে।
অনেক সময় পেরিয়ে গেছে, পাল্টেছে পাত্র-স্থান,
আজ সাফল্যের শৃঙ্গে চলছে এক বিজয়ীর অনুষ্ঠান-
একা-দাঁড়িয়ে তুমি দেখছ আমায়,
তোমার গর্বের-হাসি সবাই দেখে যায়-
জানো, তারা কিন্তু ভাবে সবটা আমার একার অবদান।