(আরেকটা প্রেমের কবিতা)
চায়ের কাপে অনর্গল, অবিশ্রান্ত আমার বকতে থাকা-
চুপটি করে তোমার শোনাও নাকি এক রকম ভালোবাসা।
দিনের শেষে বাড়ী ফেরার যখন তোমার খুব তাড়া
বন্ধ দরজায় কি দিলাম তালা? সেটাও বুঝি সোহাগ করা?
দোকান থেকে মিষ্টি খেয়ে, হঠাৎ খেয়ালে ফেরত গিয়ে,
বাড়ি এসে আমার হাতে ভর্তি-ঠোঙা ধরিয়ে দিয়ে
যেন অবাক করা কিছুই নয়, এমন ভাবে হাতটা নেড়ে
অল্প হেসে, চলেই যাও- সেটাও তুমি ভালোই বেসে।
রবিবারের একলা-দুপুর, বৃষ্টি-ভেজা মন উসখুস,
কোন খেয়ালে, অভিমানে, হঠাৎ-রাগে টইটম্বুর
অকারণেই তোমার সাথে চোখের জলে খারাপ কথা-
ঝগড়ুটের সঙ্গে তোমার ঝগড়া করা, সেও বুঝি স্নেহে-ভরা।
এই ধীর, স্থির অপেক্ষায় যেমন অটল তোমার গোপনে-ভালোবাসা-
তেমনি আমার, তোমার-কাছে, মধ্যরাতে আধ-ঘুমন্ত ছুট্টে আসাও।
N.B. Love is perfect in Bengali. (And I’m not going to stop till I perfect poetry in my favorite language) ~G. ❤