কবি,
ছন্দে, গানে, আর শব্দ ফাঁদে লুকিয়ে তোমার রহস্য-
আর তোমার লেখায়, তোমার কথায় আমার রইল সর্বস্ব ।
উঠবে জেগে ভাঙলে ঝড়ে?
বাঁচব আবার বসন্ত পরে?
তুমি নয়, তোমার-আমার গল্পগাথার আমি লিখব পুনশ্চ ।।
N.B. Not perfect, but still my first. A limerick. That too, in my favorite language, and about the best things in life. ~G. 🙂