. একদিন বুকে টেনে নাও, বল, ভালোবাসো
. পরদিন, দূরে ঠেলে দাও, যেন অজ্ঞাত;
. কখনো উষ্ণ চুম্বনে,অশেষ আলিঙ্গনে,
. ভরে দাও আমার ঝুলি-
. আর কখনো হঠাৎ, না-থাকার উদাসীন দৃষ্টি,
. তোমার নীরব, কাতর ভঙ্গি।
. কেন আমাকে দেখলে তোমার হাসি যায় উবে?
. যে হাসি এক কালে ছিল আমার পৃথিবী জুড়ে;
. শুধু মাত্র অভ্যেস যেন, দুজনের কথা বলা
. এক দৈনিক নিয়ম মানা-
. সেই যে কথা করত রাতকে দিন, শীতকে গ্রীষ্ম
. সে এক অন্য গল্পগাথা।
. তুমি কি আমায় ভুলে গেলে?
. পুরোনো ভুলের দাম মিটিয়ে নিলে?
. তাই কি তুমি পাশে থেকেও রইলে দূরে-
. সময় শেষের আগেই পর হলে?