চিঠি (Letters)

বিরল সে এক মধুর মোহ, সরল মনের ফাঁদে
দুনিয়া কঠোর, হৃদয় নরম, একলা লুকিয়ে কাঁদে ।

***

ভাবছি বসে, শিক্ষা শেষে, দুনিয়া করব জয়-
উঠব জেগে, অগ্নি তেজে, নিঃশেষ হবে ভয়!

***

হাসিও হয় বিষণ্ণ, যেমন চোখের জলেও থাকে ভালোলাগা
যেমন প্রেম কখনো আকর্ষণ, কখনো অকপটে দূরে ঠেলা ।

***

যে চোখেতে পড়লে চোখ, পৃথিবী অদৃশ্য
অঙ্গে জ্বলে ওঠে আগুন, যেন বিদ্যুৎধারা –
সেই চোখে আর পারিনি থাকতে চেয়ে,
যখন অন্তরে উঠেছে ঝড়, বন্যা-স্রোত দিশাহারা।

***

পারিনা থাকতে, না পারি যেতে ফিরে
শুধু সময়ের সাথে করেছি মিছে আপস-
যদি সে মানে, দয়ায় দানে,
যদি একটু, শুধু একটু, চলে ধীরে!


About Guria

An Artist in Science: A Misfit 'cause I choose to be one. "Whenever you find that you are on the side of the majority, it is time to reform" And a Maverick, because, I'm... umm... brilliant?
This entry was posted in Creations, Love, Verses and tagged , , , , . Bookmark the permalink.

Leave a comment