অন্য ছেলেমেয়েদের মতন করলি আমায়, নতুন নতুন নখরা
সবার মতন আমিও শেষে, হলাম সোশ্যাল-মিডিয়া বকরা।
ফোনটা খুলে check করি আমি status বারংবার-
নতুন কোনো ‘like’ বা ‘comment’ পেলাম কি আবার?
‘Groupfie’ তুলি, ‘Selfie’ তুলি, প্রচুর ছবির ভান্ডার-
Online প্রমাণ থাকলে পরেই বন্ধুত্ব হলো রাখবার।
‘Retweet’ আর ‘Reblog’ করে দিনটা আমার যায় যে চলে,
পাশেই বসে বন্ধু আমার, তবে chat-এই গপ্পো হবে।
সামনে দেখলে মুখ বিকৃতি, কষ্ট করে হাসি-
অন্যসময় হৃদয়-ওলা emoticon ভালোবাসি।
শব্দ ভান্ডার কম নয় মোটে, বেশ vocal আমি-
তবে মুখের থেকে আঙ্গুল আমার বেশী রাশভারী।
এমনি সময় ভাবি না যত, এখানে মত জানাই তত-
মানবসেবায় হয়েছি রত, ‘share’ আমার বেড়েছে যত;
সামনাসামনি হলেও চেনা, এখানে ভুলোনা করতে দেখা!
Friend/Follower না হলে তুমি, সম্পর্ক পায় না ভূমি,
আমার fun যদি দেখতে না পাও, কারুর যদি হিংসেই না হয়-
অনুভূতি তবে সব জলাঞ্জলি, আনন্দ আমার হয় নয়ছয়।
তাই Global-warming এর চিন্তা নেই, Oxygen-ও জরুরি নয়-
যেন চিরকাল শুধু ফাউয়ের Internet আর Wi-Fi পাই!
N.B. This post was a long time coming! (And I have to, have to try an English version) ~G.
your life: waste me
LikeLike