দাঁড়িপাল্লায় ওজন করেও, পায়না খুঁজে কূল
যেই নম্বর বলি না কেন, সবই বলে ভুল |
বলছে ব্যাটা, হচ্ছি মোটা, দৌড়ে আয় বাইরে-
আমিও জেদী, বলছি মেকি, তোর বাজে কথায় কাজ নাইরে!
আমি রোগা, এক্কেবারে প্রায় শুঁয়াপোকা,
দিবিনা নজর, খাওয়ার-পাতে;
একটাই তো আমার ভালোবাসা-
খেতে বসেও আবার কি ওজন দেখা!
শাক-সবজি ভালোই লাগে-
যদি হয় সঙ্গে মাখা পোস্ত;
অনেক ফলও খাই আমি-
শেষ পাতে, যদি আগে থাকে মাছ-মাংস |
দৌড়তে আমার এমনিতে নেই কোনো প্রব্লেম,
কিন্তু বাড়ি ফিরেই, পেটটি আমার বড় বেশী কাঁদেন,
তাই আমি একটা লাঞ্চ, একটা ডিনারেই সারি-
ডবল মিল করলে বরং হতে পারি বেশী ভারী |
মোটা বললে কিছুই নয়, করব শুধু চিন্তা,
নতুন একটা মাথা ব্যাথা, কিন্তু যাবে বৃথা |
তাই তোর কথায় আর আমি পাতছি না কান-
যখন মনীষীরাই বলে গেছেন, ‘আপ রুচি খান’
তবে ‘পর রুচি পরনা’- যখন সেটাও আছে বলা,
এবার থেকে কেবল আমি কাপড় কিনব ঢিলা||
N.B. Really! (Apparently) I am putting on weight (for the first time in my life)! 😀 ~G.