কবিতা লেখা

তোমার মন হয়ত আর ভুলবে না,
তোমার মুখেও হাসি বোধহয় ফুটবে না,
কে জানে, হয়ত এটাই আমার সঠিক পরিণতি
তাই কবিতা লেখার চেষ্টাও আর করব না।

এমনিতেও কবিতা লিখি না এমন কিছু,
যে মারকাটারি প্রেমের দায়ে, কেউ নেবে পিছু|
অল্পসল্প ছন্দ মেলাই এদিক ওদিক-
তাও আবার অনেক সময়, ভাবনা বেঠিক!

তাই বৃথাই চেষ্টা, বৃথা শব্দের সাজ,
যখন উদ্দেশ্যহীন, যখন দেয় না কোনো কাজ|
শেষ রাত্রে ভোলে না নিজের মনও কবিতায়,
শুধু গর্জে উঠি, উষ্ণ কন্ঠে, নিজের অক্ষমতায়।

তাও লুকিয়ে আশা রাখি, যে তুমি ঠিক পড়বে আমার লেখা-
আর কাল সকালে, রাগ ভুলিয়ে হাসবে চেয়ে, যখন হবে দেখা।।


N.B. Apparently the best lines come to me when I am tired, hungry, have lots of pending work to do before I can turn in for the night. It might not be an awesome piece of poetry but damn if I didn’t enjoy concocting it (while driving, picking up a pizza, warming food, and other unmentionables- and all the while praying alongside that I won’t forget the lines before I finally get to a pen/paper/laptop!)… Love, G.

About Guria

An Artist in Science: A Misfit 'cause I choose to be one. "Whenever you find that you are on the side of the majority, it is time to reform" And a Maverick, because, I'm... umm... brilliant?
This entry was posted in Creations, Love, People and Relationships, Verses and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to কবিতা লেখা

  1. Harini says:

    I need a translator now.

    Like

Leave a reply to Harini Cancel reply