এই তো গত সন্ধ্যায় পেলাম তোমাকে,
এসেছিলে আমাদের বাড়ি, হাসি ঠাট্টার আমেজে-
কিন্তু সময় যেন বয়ে গেল ঝড়ের গতিতে,
ঘন্টাগুলো ঘন্টায় নয়, কাটে চোখের নিমেষে!
সুখের কিছু মুহূর্ত জড়ো, সব এক খানে,
বালিশ আঁকড়ে, মৃদু হেসে, ফিরি সেই ক্ষণে,
মনে মনে দেখি সেই উজ্জ্বল দু’টি চোখ
আহ্লাদে আটখানা, ঠোঁটে হাসির চমক।
বেয়াদব মেয়ে আমি, হলাম লাজুক অজান্তে
তোমার চাহনি যখন এসে থামে আমার পানে|
পৃথিবী যেন সেখানেই থমকে গেল-চারদিক নিশ্চুপ
‘এই পলটা তোকে দিলাম’, ঘড়ির কাঁটা করে বিদ্রূপ।
কবে যে সেই সন্ধ্যে ফেরত আসবে আমার কাছে,
পর্দার আড়াল থেকে আবার লুকিয়ে দেখব তোমাকে।।
N.B. Simplicity is the key? I’ll be keeping at it… Love, G.