বরফের দিনে কালো সন্ধ্যা এল,
হৃদয়াকাশেও ঘন মেঘ নামল
গর্জায় না, বর্ষায় না-
সাদা তুলো হয়ে ভেসে চলে যায়|
এক দেশ থেকে অন্য দেশ পাড়ি,
আমি কি সেই এক, অবিকল নারী?
তোমার কাছে থাকলে হাসির বুলি,
কখনো লুকোনো কান্না, কখনো আড়ি|
অন্য দেশে দেমাকি আমি,
নিঃস্বার্থ নই, তবে স্বচ্ছন্দ ভারি
বরং ক্রোধটি আছে, নিছকই চাপা
আসলে অবলীলার কায়দাও রক্তে মাখা|
আমি কি নিষ্ঠুর? যন্ত্রণা দায়ী?
নিজের সুখে অন্যকে, অনায়াসে মাড়াই?
দিতে পারিনি কিছুই, নিয়েছি, অস্পৃহ?
ধ্বংসস্তুপে খালি রেখে গেছি মৃতদেহ|
আঁধারের আবরণে, বরফের চাদরে,
মাতিয়েছি শরীর উষ্ণ আদরে,
তবে ভালো যে বেসেছি, শুধুই নিজেকে,
অন্যকে দিয়েছি ধাক্কা, ফেলে অন্ধ তিমিরে|
নির্বাক বেদনার আর্তনাদে দিয়েছি অট্টহাসি
ফিরিয়েছি মুখ অহংকারে, অমরত্বের অভিলাষী|
আমার সঙ্গে পথ চলার, কবে রে তুই হলি যোগ্য?
চললাম অন্যের সাথে, তুই তো এক রঙ্গ মাত্র!
একা একাই বহুদূর তারপর গেছি এগিয়ে-
একলা পথিক, ক্লান্ত, অবশেষে দেখেছি তাকিয়ে
কিছু দূরেই ভবিতব্য আমার, খোদাই করা নাম-
হয়ে এসেছে পথ শেষ প্রায়, সামনেই জাহান্নাম!
Darun! Bangla e aro lekh.
LikeLike
Much thanks, chesta korchi- after all, poetry is sublime in Bengali 🙂
LikeLike