যাকে ভালোবাসি, তাকে দূরে ঠেলে দিতে জানি
পাছে সে আমায় পর বলে কোন দিন একা ছেড়ে যায়ে ।
যাকে পাই, কখনো রাখতে জানিনি তায়ে
সে ফিরে ফিরে বলে, থাকব না তোর খাঁচায় ।
যে নেই, তার স্মৃতি চারণায় ঠাই
থেকেও থাকেনি, জানিনি বাঁধব কি করে তাই ।
আমি অবহেলা- ভালবাসা আর ছেলেখেলা-
রাখতে শিখিনি, বাঁচতে শিখিনি,
শিখেছি চলতে নির্দ্বিধায়, অবলীলায়-
না করে জিজ্ঞাসা, না দিয়ে বাধা
যেতে দিয়েছি চলে, যে চলে যেতে চায় ।
দিনের শেষে, হারিয়ে-বেঁচে, শুকনো চোখে,
ছোট্ট হেসে, সবার শেষে, অবশেষে-
পাছে সে আমায় পর বলে কোন দিন একা ছেড়ে যায়ে ।
যাকে পাই, কখনো রাখতে জানিনি তায়ে
সে ফিরে ফিরে বলে, থাকব না তোর খাঁচায় ।
যে নেই, তার স্মৃতি চারণায় ঠাই
থেকেও থাকেনি, জানিনি বাঁধব কি করে তাই ।
আমি অবহেলা- ভালবাসা আর ছেলেখেলা-
রাখতে শিখিনি, বাঁচতে শিখিনি,
শিখেছি চলতে নির্দ্বিধায়, অবলীলায়-
না করে জিজ্ঞাসা, না দিয়ে বাধা
যেতে দিয়েছি চলে, যে চলে যেতে চায় ।
দিনের শেষে, হারিয়ে-বেঁচে, শুকনো চোখে,
ছোট্ট হেসে, সবার শেষে, অবশেষে-
আমার সকলই দিয়েছি ভাসায়ে ।
my interent explore has refused to show me this article, all i can see is ||||| 😦
LikeLike
You still on IE!! 😀 But this is in Bengali, you wouldn't understand anyway 😛
LikeLike
Osadharon 🙂 Bangla kobita-e ki ekta madhu acche 🙂
LikeLike